ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস
কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট রেলস্টেশন থেকে ছেড়ে আসার পর জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝপথে এ ঘটনা ঘটে।
পরে প্রায় দুই ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে। এতে ওই ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের যাত্রীরা জানান, রোববার বেলা ১২টার দিকে ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে আসার পর জামালগঞ্জ রেলস্টেশনের অদূরে এসে থেমে যায়। দুপুর ২টার পর উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে আক্কেলপুর রেলস্টেশনে নিয়ে আসে। ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছার পর আরেকটি উদ্ধারকারী ইঞ্জিন আসে। পরে বিকেল সোয়া ৫টার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের যাত্রী শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে আসার ৮-১০ মিনিট পর হঠাৎ করেই গতি কমে ট্রেনটি থেমে যায়। দীর্ঘসময় ট্রেনটি না ছাড়ায় আমরা বগি থেকে নেমে ট্রেন পরিচালকের কাছে যাই। ট্রেন পরিচালক ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়ে উদ্ধারকারী ইঞ্জিন আসার জন্য নিয়ন্ত্রণকক্ষে জানিয়েছেন বলে আমাদের জানান। প্রায় দুই ঘণ্টা পর ট্রেনটি ধীরগতিতে আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছায়। আক্কেলপুর রেলস্টেশনে আসার তিন ঘণ্টা পর বিকেল ৫টার পর ট্রেনটি ছেড়েছে। দীর্ঘসময় আমরা চরম ভোগান্তিতে পড়েছিলাম।
বিজ্ঞাপন
আক্কেলপুরের স্টেশনমাস্টার খাদিজা খাতুন ঢাকা পোস্টকে বলেন, আজ বেলা ১২টা ১৩ মিনিটে ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন থেকে ছেড়েছে। জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝপথে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি টেনে আক্কেলপুর রেলস্টেশনে নিয়ে আসে। এরপর ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী ইঞ্জিন আনা হয়। পরে বিকেল ৫টা ৮ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
চম্পক কুমার/এমজেইউ