পাবনার ভাঙ্গুড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কলেজছাত্র ওয়ালিদ হোসেনের (১৭) বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওয়ালিদ ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আফসার আলীর ছেলে। ওয়ালিদের মা গুল শাহানারা পারভীন লিপি সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান। এছাড়া, তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। 

এ ঘটনায় পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নেতা ওই কলেজছাত্রীর বাবা দুপুরে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমির দশম শ্রেণির ছাত্রী প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাথরঘাটা গ্রামে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওয়ালিদ। খবর পেয়ে স্কুলছাত্রীর বাবা পুলিশের সহযোগিতায় অসুস্থ অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তাৎক্ষনিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কুলছাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে স্কুলছাত্রীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ ওয়ালিদকে আটক করে।

এ বিষয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী গুল শাহানারা পারভিন লিপি কোনও মন্তব্য করতে রাজি হননি। একইসঙ্গে সংবাদ না প্রকাশের অনুরোধ জানান।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি সেন্সিটিভ হওয়ায় ওই স্কুলছাত্রীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর বাইরে মন্তব্য করতে পারছি না।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান বলেন, ওয়ালিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

রাকিব হাসনাত/এমজে