ফরিদপুরে বাল্যবিয়ে ঠেকাল উপজেলা প্রশাসন
ফরিদপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করেছে সদর উপজেলা প্রশাসন। পাশাপাশি কিশোরীকে বিয়ে করতে আসা যুবক হাবিব মোল্লাকে (২৯) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, গোপনে খবর পেয়ে ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। বিয়ে করতে আসা যুবক হাবিব মোল্লাকে বাল্যবিবাহ করতে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়ের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকারও নেওয়া হয়।
বিজ্ঞাপন
জহির হোসেন/এনএফ