জয়পুরহাট শহরে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল পণ্য দিয়ে খাদ্যসামগ্রী তৈরি এবং বিক্রিসহ বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শহরের দেবীপুরের মোড়, আদর্শপাড়া ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। এ সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ভেজাল কাঁচামাল দিয়ে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন এবং বিপণন করার অপরাধে সোহাগ বেকারির মালিক মোহনকে ৫ হাজার টাকা, রাতুল বেকারির মালিক হায়দার আলী রাতুলকে ৩০ হাজার টাকা, জনতা বেকারির মালিক আহমেদ আলী ভূলুকে ২ হাজার টাকা, মা ফুড বেকারির মালিক নুরুন্নবী সিদ্দীকিকে ২০ হাজার টাকাসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ঢাকা পোস্টকে বলেন, খাদ্যসামগ্রী তৈরিতে অগ্রীম তারিখ দেওয়া হয়েছে। তাছাড়া পচা ডিম দিয়ে কেক বানানো হচ্ছিল। নোংরা পরিবেশে খাদ্য বানাচ্ছিল। এসব অভিযোগে তাদের ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জব্দ করা মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরির ভেজাল কাঁচামাল ও উপাদান ধ্বংস করা হয়েছে।

চম্পক কুমার/এনএফ