কাদের মির্জা আগুনও দিচ্ছে ক্ষতিপূরণও দিচ্ছে : বাদল
কোম্পানীগঞ্জে কাদের মির্জা নিজেই আগুন দিচ্ছে আবার নিজেই ক্ষতিপূরণের টাকা দিচ্ছে বলে দাবি করেছেন মিজানুর রহমান বাদল। বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পেশকারহাট এলাকায় ত্রাণ বিতরণ শেষে এমনই দাবি করেন সাবেক এ উপজেলা চেয়ারম্যান।
বাদল বলেন, ১১ দিন কারাবাসের পর যখন আমার জামিন হয়েছে তখন কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা আবদুল কাদের মির্জা বলেছেন আমাকে জামিন দেওয়া হলে কোম্পানীগঞ্জে আগুন জ্বলবে। যেদিন আমি জামিনে মুক্ত হয়েছি এর দু'দিন পরে চর হাজারীসহ বিভিন্নস্থানে আগুন লাগানো হয়েছে। কাদের মির্জা তাদের বলেছেন তোমরা তোমাদের ঘর পুড়ে দেবে টাকা আমি দেব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগুন লাগার পর বাড়ির মানুষ জানার আগে কীভাবে মির্জা সেখানে উপস্থিত হয় আবার বলে এটা বাদলের লোকজন করেছে। শান্তির জনপদকে অশান্ত করার জন্য কাদের মির্জা মরিয়া হয়ে উঠেছেন। আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তিনি নিজেই মানুষের ঘরে আগুন দিচ্ছেন আর অবৈধ টাকা থেকে ক্ষতিপূরণ দিচ্ছেন।
এর আগে করোনাভাইরাসকে কেন্দ্র করে সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে কোম্পানীগঞ্জের দশ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করে উপজেলা আওয়ামী লীগ।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আলাল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচি, মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর-এ মাওলা রাজুসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাসিব আল আমিন/এমএএস