করতোয়া সেতুর নিচে মিলল যুবকের মরদেহ
করতোয়া সেতু। ছবি- সংগৃহীত
পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মরদেহটি উদ্ধার করা হয়।
মেহেদী বাবু ঠাকুরগাঁওয়ের নিজচেতনপুর গ্রামের মৃত সাফাইতুল্লহ পাটোয়ারীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আজ দুপুরে নদীতে পাথর তোলার সময় শ্রমিকরা সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আজ বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঢাকা পোস্টকে বলেন, করতোয়া সেতুর নিচ থেকে আমরা মেহেদী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
বিজ্ঞাপন
এসকে দোয়েল/এমজেইউ