বাবার সঙ্গে হালতি বিল ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের
নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে নৌকা ডুবিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালতির বিলের খোলাবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু নাটোরের লালপুর উপজেলার আরবাব গ্রামের আরিফ ইসলামের ছেলে আব্দুর রহমান (৯) ও আব্দুল্লাহ (১১)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিন হওয়াতে বিকেলে লালপুর থেকে আরিফ ইসলাম তার দুই সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে আসেন হালতির বিলে। শ্যালোইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে আচমকা নৌকাটি আচমকা ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা সবাই সাঁতরে তীরে উঠলেও সহোদর দুই শিশু নিখোঁজ হয়। পরে সবাই শিশু দুজনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, লালপুর থেকে ওই পরিবার নলডাঙ্গায় বেড়াতে যায়। সেখানে নৌকা ডুবিতে দুই শিশু নিখোঁজ হয়। পরে তাদের সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিজ্ঞাপন
গোলাম রাব্বানী/আরকে