টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) রংপুরের প্রীতি ম্যাচে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে প্রথমে সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের নেতৃত্বে সাধারণ সম্পাদক একাদশ ব্যাট করতে নামে।

১৫ ওভারে দলের খেলোয়াড়রা ১১১ রান করেন। অপরদিকে দ্বিতীয় ইনিংসে সভাপতি শাহ নেওয়াজ জনি’র নেতৃত্বে ১১২ রানের তাড়া করতে মাঠে নামে সভাপতি একাদশের খেলোয়াড়রা। তারা ১৫ ওভারে ৭৬ রান করেন।

সভাপতি একাদশ

খেলায় সর্বোচ্চ ৫২ রান করেন সাধারণ সম্পাদক একাদশের মোক্তার হোসেন ও সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন সভাপতি একাদশের শাহ নেওয়াজ জনি।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রংপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক ও সাতগাড়া মাদরাসার ক্রীড়া শিক্ষক শাহীন মিয়া। খেলায় স্কোরারের দায়িত্ব পালন করেন মানবজমিনের চিত্রসাংবাদিক নভেল চৌধুরী।

সাধারণ সম্পাদক একাদশ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর স্টিলের স্বত্বাধিকারী ও ক্রীড়া সংগঠক হামিম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সাংবাদিক আবু আসলাম।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ