চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ১
আহত প্রান্ত
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে ছাত্রলীগ কর্মী ফয়সালুজ্জামান প্রান্তকে (২৬) হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আহত প্রান্তর বোন ফারজানা ইয়াসমিন বাদী হয়ে সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
এরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭নং আসামি বোয়ালমারী গ্রামের লালনের ছেলে লিমনকে (২১) গ্রেপ্তার করে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাহব্বুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ফয়সালুজ্জামান প্রান্ত সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আহসানুজ্জামানের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা অত্র এলাকায় একটি গ্যাং তৈরি করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এই অপরাধমূক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রান্তর সঙ্গে আসামিদের শক্রতা শুরু হয়।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন প্রান্ত। পিটিআই ফুটবল মাঠের সামনে পৌঁছালে মামলার প্রধান আসামি তরিকুলসহ অন্যরা পূর্ব পরিকল্পিতভাবে চাপাতি, রামদা, ক্রিস, ডেগারসহ ধারাল অস্ত্র নিয়ে প্রান্তর গতিরোধ করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় প্রান্তর বন্ধু চন্দন ঠেকাতে গেলে আসামিরা তার হাতেও কোপ মারে। পরে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে আহত দুজনকে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাহব্বুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। লিমন নামের একজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আফজালুল হক/আরকে