শেখ হাসিনা ধর্মের নামে বিভাজন করেন না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের কুমারঘরিয়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এমপি ইব্রাহিম বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সরকার অন্য ধর্মের অনুসারীদেরও গুরুত্ব দেয়। তাদের ধর্মীয় উপাসনালয় সংস্কার, ধর্মীয় শিক্ষা প্রচারে নিবেদিত কর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিতদের জীবনমান উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। শেখ হাসিনা ধর্মের নামে বিভাজন করেন না, তাই তিনি সারা বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ করেছেন।

তিনি আরও বলেন, দেশ পরিচালনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবাই সমান। তবে বিএনপি সরকার অসৎ উদ্দেশ্যে দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগ কখনোই এতে বিশ্বাস করে না। বরং তারা মনে করে, এই দেশ সকলের, এ দেশ বসবাসকারী সকল ধর্মাবলম্বীর। সবাইকে নিয়েই তিনি স্মার্ট বাংলাদেশ গড়বেন। সে লক্ষ্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

শারদীয় দুর্গোৎসবের জন্য দেশের হিন্দু সম্প্রদায়কে আগাম শুভেচ্ছা জানিয়ে এমপি ইব্রাহিম বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র থেমে নেই। আপনারা সবাই পূজা-পার্বণে নিজস্ব ভলান্টিয়ার রাখবেন। সিসি ক্যামেরা স্থাপন করবেন। আমি আপনাদের পাশে আছি। তারপরও নিজস্ব স্বেচ্ছাসেবীর মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা সব সময় কঠোর রাখবেন। 

অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও হিন্দু ধর্মের মানুষজন উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএ