২০ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় মামলার ২০ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফজল হককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজল হক হাতিয়া জেলার চানন্দী ইউনিউনের নলেরচর গ্রামের মাহে আলমের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে ফজল হকের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইনে মামলা হয়। পরে আদালত তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ফজল হক দীর্ঘ ২০ বছর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন স্থান পরিবর্তন করে ও ছদ্মনামে ফজল হক গত ২০ বছর আত্মগোপনে ছিলেন। পুলিশ সদস্যরা তথ্য-উপাত্ত ও নজরদারির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। বুধবার (৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমএ