দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন।

রংপুর সিটি করপোরেশন থেকে তিনিই প্রথম টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি মেয়র একই সেন্টার থেকে টিকার প্রথম ডোজ নিয়ে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

সুন্দর পরিবেশে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য রমেক হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নগরবাসীকে টিকা গ্রহণের আহ্বান জানান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। এর আগে ফেব্রুয়ারিতে প্রথম ডোজ নিয়েছিলাম। টিকা নি‌য়ে অনেকটা নিরাপদ বোধ করছি। সবার প্রতি আহ্বান থাকবে করোনার টিকা নিন, অন্যদেরও উৎসাহিত করুন। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।

রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ছাড়াও করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর সদর হাসপাতাল এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম চলছে। পাশাপাশি প্রথম ডোজ কার্যক্রমও অব্যাহত আছে।

তিনি আরও জানান, দুই হাজার ডোজ নিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) টিকার দ্বিতীয় ডোজের আরও ১ লাখ ১৪ হাজার টিকা এসে পৌঁছবে। শনিবার থেকে জেলার সবখানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার তারিখ হতে দুই মাস পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। টিকা নিতে এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে।

প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে। টিকা গ্রহণের কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় প্রিন্ট করে নেওয়া যাবে বলেও জানান সিভিল সার্জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। এর মধ্যে ৯১ হাজার ৪৬৯ জন পুরুষ এবং ৭৩ হাজার ২৫৫ জন নারী।

ফরহাদুজ্জামান ফারুক/ এমআইএইচ