ঢাবি ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় মামলা, গ্রেফতার ২
হেফাজতে ইসলামকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের ধর্মপাশায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতা আফজাল খানকে হেনস্তা ও আটকে রাখার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
আফজাল খানের বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি ঢাবি ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক। বুধবার রাতে তিনি বাদী হয়ে মামলা করেন।
বিজ্ঞাপন
মামলায় আল মুজাহিদ (২৫) ও জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমসহ (৬৫) ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিকুর রহমান বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মামলা দায়ের ও দুইজনকে গ্রেফতারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার দুইজনকে আজ আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
এদিকে ছাত্রলীগ নেতাকে হেনস্তা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় বুধবার (৭ এপ্রিল) রাতে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়।
সাইদুর রহমান আসাদ/এসপি