মেয়াদ উত্তীর্ণ চকলেট পাউডার ও বিস্কুট দিয়ে জুস তৈরি করতো তারা
সিরাজগঞ্জে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে হারবাল প্রতিষ্ঠান, মেয়াদ উত্তীর্ণ চকলেট পাউডার ও বিস্কুট দিয়ে জুস তৈরির অপরাধে জুস বার ও মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করার অপরাধে ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।
বিজ্ঞাপন
হাসান আল মারুফ ঢাকা পোস্টকে বলেন, ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে অভিযান চালিয়ে উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারে ইবনে সিনা হারবালকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে ৫ হাজার টাকা, সদর উপজেলার বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সিবিসি টেস্টের ফি বেশি নেওয়া ও মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা, কফি লেমন জুস বারকে মেয়াদ উত্তীর্ণ চকলেট পাউডার ও বিস্কুট দিয়ে জুস তৈরির অপরাধে ১০ হাজার টাকা এবং কিংকো রেস্টুরেন্টকে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন মোড়কজাত রুটি ব্যবহার করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও আজ ভোক্তা কর্তৃক দায়েরকৃত একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। মোছা. আফিফা খাতুন রিপা নামক এক ভোক্তা গত ২০ সেপ্টেম্বর উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারের রাবেয়া মেডিকেল হলের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞাপন
দুপুরে উভয়পক্ষের উপস্থিতিতে তার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগটি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আরোপিত জরিমানার ২৫শতাংশ হিসেবে অভিযোগকারী আফিফা খাতুন রিপা ২ হাজার ৫০০ টাকা পেয়েছেন।
হাসান আল মারুফ ঢাকা পোস্টকে আরও বলেন, এছাড়াও শহরের ভ্রাম্যমাণ চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার দোকানে তদারকি করা হয়েছে। তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযানে সিরাজগঞ্জ পুলিশ লাইন ও সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
শুভ কুমার ঘোষ/এমএএস