কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাই মোড় সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। নিহতের পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। 

নিহত রুবেল কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ঘোড়ার গাড়িচালক ছিলেন।

নিহতের মা পপি খাতুন বলেন, রুবেলের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলে এক বছর আগে শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ের সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। তার দ্বিতীয় স্ত্রী সন্তানসম্ভবা অবস্থায় বাবার বাড়িতে যায় এবং গতকাল একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। গতকাল সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে যায়। সোমবার ভোরে স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখি। ওর শ্বশুরবাড়ির লোকজন আমার ছেলেকে হত্যা করেছে। 

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, রুবেলের শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাজু আহমেদ/আরকে