দ্বিতীয় ডোজ নিয়ে মনে হচ্ছে করোনা আমাকে আক্রান্ত করতে পারবে না
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় মনোবল বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
একরামুল করিম চৌধুরী বলেন, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় আমার মনে হচ্ছে করোনা আমাকে আক্রান্ত করতে পারবে না। দ্বিতীয় ডোজের টিকা নেওয়ায় পর আমার মনোবল বৃদ্ধি পেয়েছে। করোনার টিকা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার। এই টিকা নিতে ভারতসহ অন্যান্য দেশে ৭ হাজারের অধিক টাকা লাগে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন। নোয়াখালীর সবাইকে করেনার টিকা নেওয়ার আহ্বান তিনি।
বিজ্ঞাপন
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, বর্তমানে আমাদের কাছে পূর্বের ২০ হাজার ডোজ টিকা রয়েছে। এই ২০ হাজার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। যারা প্রথম ডোজ নিয়েছেন দুই মাস পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজের ৫৬ হাজার টিকা আগামী ৯ এপ্রিল নোয়াখালীতে আসবে।
এ সময় নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহি খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
টিকা নেওয়ার পর কাদের মির্জা বলেন, করোনার টিকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বিনামূল্যে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করে এই এলাকায় আমি উদ্বোধন করলাম। সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানাই।
হাসিব আল আমিন/আরএআর