রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ওমর ফারুক বাবু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার সামছুল হকের ছেলে ।

মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার সামছুল হকের বড় ছেলে সেলিম ও ছোট ছেলে ওমর ফারুক বাবুর মধ্যে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওমর ফারুক বাবু লাঠি দিয়ে তার বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে তার মাথা থেকে রক্তক্ষরণ হলে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে রেফার্ড করা হয়। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার পর বড় ভাই সেলিম মারা যান। এ ঘটনায় নিহত সেলিমের স্ত্রী বাদী হয়ে ওমর ফারুক বাবুর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবু বক্কর মিয়া রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আজ ওমর ফারুক বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।

মীর সামসুজ্জামান/এএএ