শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালেশিয়া।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সঙ্গ সৌজন্য সাক্ষাতে ঢাকাস্থ মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এ আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে ঢাকাস্থ মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিমকে স্বাগত জানান সিসিকের মেয়র। এসময় সৌহার্দপূর্ণ আলোচনায় মালেশিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন শিল্পে বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত হাজনা মো.হাশিম বলেন, অপেক্ষাকৃত কম খরচে বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে মালেশিয়া। এসব সেবা খাতে সিলেট অঞ্চলে আরও ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা পেলে এখানে একটি সমন্বিত সেবা কর্ণার করতে চান তারা।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে সিলেটে শাখা/ক্যাম্পাস স্থাপন করতে পারে মালেশিয়া। প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য সিলেটের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে যান।

এই বিশাল সংখ্যক অংশের গন্তব্য মালেশিয়া উল্লেখ করে মেয়র আরিফ বলেন, উন্নত হাসপাতাল সমূহে সেবা গ্রহণে আগ্রহীদের যাতায়াত প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সিলেটে একটি সমন্বিত সেবা কর্ণার করতে পারে মালেশিয়া। এক্ষেত্রে সিসিক সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় সিলেট সিটি করপোরেশন ও ঢাকাস্থ মালেশিয়ার হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসুদ আহমদ রনি/এসএম