দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড পটুয়াখালী শাখার বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ আলী (২৬) বিষপান করে আত্মহত্যা করেছেন।

মোহাম্মদ আলী শুক্রবার (২০ অক্টোবর) দুপুর ২টার সময় পটুয়াখালী শিমুলবাগ ভাড়া বাসায় বিষপান করেন। পরের দিন শনিবার (২১ অক্টোবর) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মোহাম্মদ আলী মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের প্রাইমারি স্কুলের শিক্ষক মোহাম্মদ কাওসার মাস্টারের বড় ছেলে। তিনি পটুয়াখালী শিমুল বাগ এলাকার ভাড়া বাসায় থাকতেন। 

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকে ১৮ মাস হলো চাকরি করছেন। চাকরিতে যোগদানের পর থেকেই বিভিন্ন ঋণ গ্রহীতার অর্থ নিজের পকেট থেকে পরিশোধ করতে হতো মোহাম্মদ আলীকে। চাকরি এক বছরের মধ্যে স্থায়ী না হওয়ার কারণে ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। খেলাপি ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের টাকা উত্তোলনের জন্য বিভিন্ন সময়ে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকের হিসাব পরিশোধ করতেন।

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড পটুয়াখালী শাখার ম্যানেজার জাকির হোসেন বলেন, মোহাম্মদ আলী খুব ভালো ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সে কেন এই কাজ করল সেটা জানা যায়নি। গতকাল দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয় এরপর তিনি মারা যান। 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আত্মহত্যা করেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ভুল কথা, এমন কোনো তথ্য আমার জানা নেই। সে বাড়ি থেকে টাকা এনেছি কিনা আমার জানা নেই। 

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী সদর হাসপাতালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে জানা যাবে সে আসলে কিভাবে মারা গেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হতাশায় বিষপান করেছেন বলে জানা গেছে।

মাহমুদ হাসান রায়হান/আরকে