কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণী হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন। রোববার (২২ অক্টোবর) দুপুরে আঞ্চলিক অফিসে বেআইনিভাবে পাসপোর্ট করতে এলে তাকে আটক করা হয় । 

আটক তরুণীর নাম রোকেয়া আক্তার (১৮)। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হারুনের মেয়ে।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, বিষয়টি জানানো হলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারকে জিজ্ঞাসাবাদ করেন।

কার্যালয়টির সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, পাসপোর্ট করার জন্য ভুয়া পরিচয় ও ঠিকানা ব্যবহার করেছিলেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার। পরে তাকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট করার কথা স্বীকার করেন তিনি।

আজহারুল মুরাদ/এএএ