গাজীপুরে দুই ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি আব্দুল আউয়ালকে (৫১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে মহানগরের শিমুলতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাশবুনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় ভাড়া থেকে স্থানীয় বাজারে পান-সুপারি বিক্রি করেন।
বিজ্ঞাপন
এর আগে গত ২০ অক্টোবর রাতে শফিকুল ইসলাম ও শুক্কুর আলী নামের দুই ভাইকে বাঙ্গালগাছ এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতদের বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আব্দুল আউয়ালের বরাতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ২০ অক্টোবর রাতে হত্যার শিকার দুই ভাইসহ চারজন বাঙ্গালগাছ এলাকায় গিয়ে বিভিন্ন দোকানে ভাঙচুর করেন। একটি দোকানের সিসি ক্যামেরাও খুলে নেন তারা। পরে দোকানদারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আউয়াল অজ্ঞাত দুই-তিনজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শফিকুল ও শুক্কুর আলীকে হত্যা করে। আব্দুল আউয়াল জানান, এ ঘটনার দুই দিন আগে (১৮ অক্টোবর) সন্ধ্যায় তার পান-সুপারির দোকানের মালামাল ক্রয় করতে জয়দেবপুর যাওয়ার পথে হাজীবাগ রোডে শফিকুল ও শুক্কুরসহ পাঁচজন তার পথরোধ করেন। এ সময় তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় তিনি দুই ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন।
মেজর ইয়াসির আরাফাত হোসেন আরও বলেন, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত আব্দুল আউয়াল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জিএমপি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিহাব খান/এমজেইউ