ফাইল ছবি

কুমিল্লায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন  ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ৫৫ জন, লাকসামের ৯ জন, চৌদ্দগ্রামের ৭ জন, দাউদকান্দির ৭ সাতজন, বুড়িচংয়ের ৫ জন, সদর দক্ষিণের ৩ জন ও ব্রাহ্মণপাড়ার তিনজন রয়েছেন। এছাড়াও নাঙ্গলকোট, বরুড়া, মনোহরগঞ্জ উপজেলায় তিনজন করে, দেবিদ্বার, আদর্শ সদর, চান্দিনা উপজেলায় একজন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় জেলায় মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সদর দক্ষিণের তিনজন, সিটি করপোরেশন এলাকার দুইজন, দেবিদ্বার ও চান্দিনা উপজেলার একজন করে মারা গেছেন। 

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লায় দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

আরএআর