বিএনপি-জামায়াতের ডাকা রোববারের (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালে নাটোর থেকে সবগুলো রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করবে। এ তথ্য জানিয়েছেন নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আর হরতালে নাশকতার চেষ্টা করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

শনিবার (২৮ অক্টোবর) জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের ফেডারেশন থেকে বলে দেওয়া হয়েছে যে, উত্তরবঙ্গের সব বাস স্বাভাবিকভাবে চলবে। সেক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করবে। 

তিনি বলেন, আমরা অন্যান্য দিনের মতো নাটোর থেকে সবগুলো রুটে স্বাভাবিকভাবেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা দেখা যাবে।

আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন,‌ বিএনপির সারাদেশে হরতালের সিদ্ধান্তের পরেই জরুরি বৈঠক করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তিনি বলেন, জনগণ যদি হরতালের স্বপক্ষে স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রেখে হরতালকে সমর্থন জানায়, তাহলে আমাদের কথা নেই। কিন্তু হরতালের নামে নাশকতা সৃষ্টি করা, গাড়িতে আগুন দেওয়া অথবা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি সাধন করার চেষ্টা করলে তার জবাব রাজপথে দেব। এক কথায় কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে দেব না। কেননা জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের।

গোলাম রাব্বানী/কেএ