খুলনা মহানগরের বৈকালী মোড়ে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি।

খালিশপুর ফায়ার স্টেশনের লিডার মো. গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, বৈকালী মোড়ে গাড়িতে আগুন লেগেছে শুনে এসেছি। এসে দেখি বিএনপি কার্যালয়ে আগুন জ্বলছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহর মীর ঢাকা পোস্টকে বলেন, বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে হরতাল চলছে। আমাদের অধিকাংশ নেতাকর্মী ঢাকায়। আজ বেলা ১২টার দিকে আমাদের কোনো নেতাকর্মী বৈকালী মোড়ের ১৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ছিল না। এ সময় অফিস ভাঙচুর ও আগুন দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আগুনে চেয়ার-টেবিলসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোহাম্মদ মিলন/এমজেইউ