ক্ষতিগ্রস্ত রয়েল রিসোর্ট পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনার খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধি দল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত রয়েল রিসোর্ট, আওয়ামী লীগের কার্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধি দল।
ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান শনিবার ( ১০ এপ্রিল ) বিকেলে হেফাজত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত রয়েল রিসোর্ট, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, পুলিশের অতিরিক্ত উপ- মহা-পরিচালক (অপরাধ) জিহাদুল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তার দায়িত্ব অবহেলা রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
শেখ-ফরিদ/এমআইএইচ