রাজশাহীতে আনসার সদস্যকে হত্যা
নিহত আসনার সদস্য মিজানুর রহমান
রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে মিজানুর রহমান (৩৫) নামের এক আনসার সদস্য খুন হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে। তিনি ২৪ আনসার ব্যাটালিয়নে রাঙামাটিতে কর্মরত ছিলেন। তিনি আনসার একাডেমির ভলিবল খেলোয়াড় ছিলেন।
বিজ্ঞাপন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহীর জেলা কমান্ড্যান্ড মুহাম্মদ এমরানুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মিজানুর রহমান। পূর্ব শত্রুতার জেরে ওই সময় চারজন মিলে তাকে তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমীন। তিনি বলেন, বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
বিজ্ঞাপন
নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, মাধব নামের এক ব্যক্তির বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ এসেছে। তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত মাধব পলাতক। এ ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
ফেরদৌস/এমএএস