অবরোধে যাত্রী সংকটে পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস বন্ধ
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস যাত্রী সংকটের কারণে বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) পটুয়াখালী বাস টার্মিনালে খোঁজ নিয়ে দেখা গেছে, সকালের দিকে রাজধানী থেকে দূরপাল্লার গণপরিবহণ এলেও আতঙ্ক এবং যাত্রী সংকটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বাস টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ২/১ জন যাত্রী বাস কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষা করছে। এনা ও শ্যামলী গাড়ির মাত্র ২টি কাউন্টার খোলা আছে।
বিজ্ঞাপন
জব্বার মিয়া বলেন, আমি সকাল থেকে এসে বাস কাউন্টারে অপেক্ষা করছি জরুরিভাবে আমার ঢাকায় যাওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত কোনো বাসায় নেই। তবে একজন বলছে সকাল ১১টার দিকে গাড়ি পাওয়া যাবে।
বিভিন্ন গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপা বলেন, বাস টার্মিনালে সকাল থেকে যাত্রী সংখ্যা কম। তাছাড়া অল্প যাত্রী নিয়ে বাস ছাড়লে যে তেল খরচ হয় তাও ওঠে না। আবার সড়কে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে নিজের জীবনের ক্ষতি হওয়ার আশঙ্কা তো রয়েছেই।
বিজ্ঞাপন
এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার সজিব বলেন, আমাদের গাড়ি নিয়মিত আছে। কুয়াকাটা থেকে বিভিন্ন জায়গায় যাবে তবে যাত্রী হলে গাড়ি ছাড়া হবে। তবে রাস্তায় এখন যেমন যাত্রী নেই।
পটুয়াখালী বাস মালিক সমিতির সহ-সভাপতি গোলাম মাওলা দুলু বলেন, পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ সব গাড়ি চলাচল শুরু করেছে। নিরাপত্তা স্বার্থে আমরা মালিক ও শ্রমিকরা বাস টার্মিনালে অবস্থান করছি। পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি এবং ইনশাল্লাহ ঘটবে ও না। তবে তুলনামূলক যাত্রী সংখ্যা কম।
মাহমুদ হাসান রায়হান/আরকে