সিনেমা হলের সামনে মালিককে ছুরিকাঘাতে হত্যা
বজলুর রশিদ বুলু
গাইবান্ধার সাঘাটায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বজলুর রশিদ বুলু (৫৮) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন।রোববার (১১ এপ্রিল) ভোরে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের রোমা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বজলুর রশিদ একই ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত কায়েম উল্লার ছেলে। তিনি রোমা সিনেমা হলের স্বত্বাধিকারী ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, ভোরে কে বা কারা বজলুর রশিদ বুলুকে তার সিনেমা হলের সামনে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনাটির ক্লু উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
রিপন আকন্দ/এসপি