মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না পেয়ে মাকে মারধর করায় সাগর চন্দ্র বর্মন (২২) নামের এক ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলায় নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এ দণ্ড দেন।
বিজ্ঞাপন
সাগর চন্দ্র বর্মন উপজেলার মরজাল ইউনিয়নের সুখমার চন্দ্র বর্মন এবং অনিতা রাণী বর্মনের ছেলে। মঙ্গলবার বিকেলে অনিতা রাণী বর্মন মাদকাসক্ত ছেলের হামলায় গুরুতর আহত হন। পরে ভুক্তভোগী ওই নারী ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওই দিন রাতে দুই পুড়িয়া গাঁজাসহ ছেলেকে আটক করে পুলিশ।
অনিতা রাণী বর্মন বলেন, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাকে মারধর করে হাত ভেঙে দেয়। ছেলের বিরুদ্ধে অভিযোগ দেই। এর আগেও সে একই কারণে একবার সাত মাস, আরেকবার দু্ই বছর জেল খাটে। আমি চাই এবার ছেলে সংশোধন হয়ে ফিরুক।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে দুই পুড়িয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। মাদক দ্রব্য আইনে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তন্ময় সাহা/এনটি