চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্র এসব তথ্য জানায়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০৩ জনে দাঁড়াল।

মৃত চারজন হলেন চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের সিরাজুল ইসলাম (৬২), চাঁদপুর সদর উপজেলার মৈশাদীর মজিবুর রহমান (৬৫), কচুয়ার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আব্দুল মতিন (৫০) এবং হাজীগঞ্জ উপজেলার মোতাহার হোসেন (৭০)। 

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সিরাজুল ইসলাম রোববার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭ এপ্রিল তার করোনা শনাক্ত হয়েছিল। মজিবুর রহমান শনিবার (১০ এপ্রিল) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর দুপুর ১২টার দিকে মারা যান। নমুনা পরীক্ষার পর রাতে তার করোনা শনাক্ত হয়।

আব্দুল মতিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা গেছেন বলে রোববার (১১ এপ্রিল) সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে। মোতাহার হোসেন মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর বিষয়টিও রোববার সকালে নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, শনিবার (১০ এপ্রিল) জেলায় ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৬১ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। 

শরীফুল ইসলাম/এএম