ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান

করোনায় আক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (১১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী এনামুর রহমানের ছেলে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক শাইখ মোহাম্মদ এনাম। 

তিনি বলেন, প্রথমে আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। পরে আমার মা ও বাবা আক্রান্ত হন। আমি ও আমার মা বর্তমানে সুস্থ। তবে বাবার হার্টরেট কম থাকলেও আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে তিনি তুলনামূলক ভালো আছেন। নিয়মিত ওষুধ গ্রহণ করছেন এবং বাসা থেকেই চিকিৎসা গ্রহণ করছেন। বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

৭ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। টিকা নেওয়ার ৪২ দিন পর ২১ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। আক্রান্তের ২১ দিনের মাথায় তার অবস্থার উন্নতি হয়।

মাহিদুল মাহিদ/এএম