ফেনীর সোনাগাজীতে মোশারফ হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

মোশারফ সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী এলাকার বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের সদস্য। 

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় মোশারফ জড়িত। তাকে ঘটনার দিনের বিভিন্ন ফুটেজে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের সঙ্গে দেখা গেছে।

স্থানীয় মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল বলেন, মোশারফ বিএনপির সমাবেশে নাশকতা করে দুইদিন আগে মঙ্গলকান্দি এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। রোববার তাকে ওই বাড়ি থেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। 

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, স্থানীয়রা তাকে ধরে এনে পুলিশে দিয়েছে। মোশারফের বিরুদ্ধে থানায় নাশকতা, বিস্ফোরক, হত্যা, চুরি-ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তারেক চৌধুরী/এমএএস