শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিসম্পন্ন বিস্কুট দেওয়া হয়

তিস্তাবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া উপজেলার দারিদ্র্যপীড়িত এলাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে উচ্চ পুষ্টিসম্পন্ন বিস্কুট। স্কুল ফিডিং প্রকল্পের আওতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ এপ্রিল) দুপুরে বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম। তিনি উত্তর খলেয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টিসম্পন্ন এ বিস্কুটের কার্টন হাতে তুলে দেন।

বিস্কুট বিতরণ কার্যক্রমে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, ইএসডিওর স্কুল ফিডিং প্রকল্পের টিম লিডার মাহফুজুল হাফিজ, উত্তর খলেয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

গঙ্গাচড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম ঢাকা পোস্টকে জানান, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ঘাটতি পূরণে এটি সরকারের একটি সফল প্রকল্প। দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের উচ্চ পুষ্টিসম্পন্ন বিষ্কুট বিতরণ করা হবে। উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার ৫২৩ শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত ৭ হাজার ৮৭৪ কার্টন বিস্কুট ধারাবাহিকভাবে প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি পৌঁছে দেওয়া হবে।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর