পটুয়াখালী সরকারি কলেজের গেটে তালা দিল ছাত্রদল
বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী সরকারি কলেজের প্রথম ও দ্বিতীয় গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা দিকে অবরোধের সমর্থন জানিয়ে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুই গেটে ছাত্রদল লেখা তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে চলে যান।
বিজ্ঞাপন
জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন এবং মেহেদী হাসান রাকিবের নেতৃত্বে বুধবার ফজরের নামাজের পরে ৪-৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দ্রুত চলে যান।
পটুয়াখালী সরকারি কলেজ শাখার আহ্বায়ক বেলাল হোসেন বলেন, অবরোধের সমর্থনে পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারকর্মীরা আজ কলেজের প্রথম গেট ও দ্বিতীয় গেট তালাবদ্ধ করে দেয়। এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে শুরু করে বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে পঞ্চম বারের মতো অবরোধ কর্মসূচি চলছে।
মাহমুদ হাসান রায়হান/আরকে