নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বগুড়া শহরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের মফিজ পাগলার মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে মফিজ পাগলার মোড়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলটি মোড়ের উপর এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সটকে পড়ে তারা। এতে মুহূর্তের মধ্যে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আসাফ উদ দৌলা নিওন/এমজেইউ