দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা পেট্রল ঢেলে রাস্তায় আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বারুতখানা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্ট অভিমুখে অগ্রসর হন। জিন্দাবাজার পয়েন্টে আসামাত্র তারা মশাল ও পেট্রল দিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেন। তাৎক্ষণিক সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে জিন্দাবাজার এলাকার বিভিন্ন দোকান ও হোটেলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নগরের জিন্দাবাজার এলাকায় বিএনপির মিছিল থেকে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আমরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

মাসুদ আহমদ রনি/আরএআর