ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকালের (বৃহস্পতিবার) আধাবেলা হরতালের সমর্থনে আয়োজিত মিছিলে এ হামলার ঘটনা ঘটে।

এতে ফেনী জেলা বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর আহ্বায়ক নয়ন পাশা, মার্কসবাদী নেত্রী রাইহান এ কমুসহ ১০ জন আহত হয়েছেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামসেদ বলেন, আমরা মিছিল নিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা শুরু করে। আমাদের হাতে থাকা মশাল কেড়ে নিয়ে তারা সেগুলো দিয়েই আমাদের মারধর করেছে।

বাসদ ফেনী জেলা সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, আমরা ভেবেছিলাম তফসিল ঘোষণার পর পুলিশ অন্তত নিরপেক্ষ থাকবে। কিন্তু আজও পুলিশের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর এভাবে অতর্কিত হামলা করেছে।

তবে অভিযোগ মিথ্যা উল্লেখ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আমরা মিছিল শেষ করে পৌরসভায় অবস্থান করেছি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ একদম বানোয়াট ও ভিত্তিহীন। এটি হয়ত তাদের নিজেদের মধ্যে কোন্দল অথবা বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ঘটিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপত্তা দিয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটি সত্য নয়।

তারেক চৌধুরী/এমজেইউ