ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় পাটকল শ্রমিকদের বসবাসের জন্য নির্মিত একটি সেমিপাকা ঘরের ১৪টি কক্ষ আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কানাইপুরের মালাঙ্গা গ্রামে করিম জুট মিলের ঠিক বিপরীত পাশের শ্রমিক কলোনীতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই শ্রমিক কলোনিতে একটি লম্বা সেমিপাকা ঘর রয়েছে।এতে রয়েছে মোট ১৬ টি কক্ষ। এরমধ্যে ১৪ টি কক্ষ আগুনে পুড়ে যায়।

ঘরের মালিক জাহিদ মোল্যা বলেন, আমার ঘরের ১৬টি কক্ষই পাশের পাটকল শ্রমিকদের বসবাসের জন্য ভাড়া দেওয়া ছিল। সন্ধ্যায় কিছু বুঝে ওঠার আগেই আগুনে সবকিছু পুড়ে যায়। এতে ১৬টির মধ্যে ১৪টি কক্ষই পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ ঢাকা পোস্টকে বলেন, জায়গাটা শ্রমিকদের বসবাসের এবং সেখানে গাদাগাদি পরিবেশ থাকায় অতিদ্রুত আগুন ছড়িয়ে পরে। পরে এক ঘন্টার চেষ্টায় আমরা সেই নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা সম্ভব হবে। 

জহির হোসেন/আরকে