আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার ঘোষিত বিধি নিষেধের আওতায় থাকছে না দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দর। এ সময় মোংলাবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করেই বন্দরের সকল কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। 

লকডাউনের মধ্যেও বন্দরের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে চেয়ারম্যান আরও বলেন, লকডাউনের মধ্যেও জাহাজ, কার্গো, গাড়ি ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সকল সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বন্দরের আয় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

তানজীম আহমেদ/এসপি