কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি হচ্ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ঢাকা পোস্টকে দেওয়া এক তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

তথ্য মতে, গত সাত দিনে ২১ জন করোনায় মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। এ ছাড়া গত এক সপ্তাহে ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

সূত্রমতে, সোমবার (১২ এপ্রিল) ৪ জন পুরুষ করোনায় মারা গেছেন। রোববার (১১ এপ্রিল) কেউ মারা যাননি। শনিবার (১০ এপ্রিল) ৬ পুরুষ ও একজন নারী মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ৩ জন পুরুষ ও দুইজন নারী মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) দুইজন পুরুষ মারা গেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) একজন নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ ছাড়া গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭৫ জন। তার মধ্যে সোমবার (১২ এপ্রিল) ৮২ জন, রোববার ১৪৪ জন, শনিবার ৯৮ জন, শুক্রবার ৮২ জন, বৃহস্পতিবার ৮২ জন, বুধবার ৯৪ জন এবং মঙ্গলবার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। 

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা জেলা রেডজোন হিসেবে রয়েছে। চলতি মাসে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত ১০ হাজার ৮২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ জেলায় মোট মারা গেছেন ৩২৪ জন। 

এসপি