গ্রামপুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার

মহামারি করোনাভাইরাসের সময়ে কাজের গতি বৃদ্ধি করতে ফরিদপুরের নয় উপজেলার গ্রামপুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফরিদপুর সদর উপজেলার গ্রামপুলিশ সদস্যদের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসলাম মোল্লার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামপুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

জেলা প্রশাসক জানান, গ্রামপুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে জেলায় ৮০০ গ্রামপুলিশ সদস্যের বাইসাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়।

তিনি আরও জানান, বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সব উপজেলায় দেওয়া হবে। করোনার এই সময়ে গ্রামপুলিশের ভূমিকা অনেক। বিশেষ করে লকডাউনের সময়ে তাদের কাজের চাপ বেশি থাকে।

বি কে সিকদার সজল/এমএসআর