বিক্রির সময় সব পণ্য নিয়ে না আসায় ডিলারকে জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় সব পণ্য নিয়ে না আসায় ফারুক হোসেন নামে এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নগর কুমারী বাজারে টিসিবির ওই ডিলাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেমান আলী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস ও করোনার কারণে লকডাউন থাকায়  সারাদেশে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ দেয় সরকার। বুধবার থেকে সারাদেশের মতো পঞ্চগড়ের পাঁচ উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া সব পণ্য ফারুক হোসেন নামে ওই ডিলার উত্তোলন করার পর বিক্রির সময় না নিয়ে আসার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফারুক হোসেন নামে ওই ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেমান আলী জানান, টিসিবির ওই ডিলার বিক্রির সময় সব পণ্য নিয়ে না আসায় তাকে জরিমানা করা হয়েছে। 

রনি মিয়াজী/আরএআর