পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক
ফেরিঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক
সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৬টা থেকে ফেরি পারাপার বন্ধ রয়েছে। এতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্থশত ছোট গাড়ি নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।
তবে আটকে পরা এসব ট্রাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়।
বিজ্ঞাপন
অন্যদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়কে নজরদারি করছে জেলা পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারছেন না। অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে আসলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়। অহেতুক ঘোরাফেরা করা ব্যক্তিদের বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে পুলিশ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কঠোর বিধিনিষেধে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। তবে বিধিনিষেধের আওতামুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার করতে দুটি ফেরি চলাচল করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পেলে ঘাট এলাকায় আটকে পরা এসব পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
উল্লেখ্য, ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সার্ভিস চালু রাখা হয়। এতে ফেরিঘাট এলাকায় আটকে পরা ৮০০ পণ্যবাহী ট্রাক পারাপার করা হয়।
সোহেল হোসেন/এমএসআর