প্রতীক বরাদ্দ, বান্দরবানে নৌকা-লাঙ্গল লড়াই
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে বান্দরবান ৩০০নং আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে নৌকা ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহীদুল ইসলামকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ১৭ অক্টোবর এ আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মংঞেঞ চৌধুরী। ফলে বান্দরবান ৩০০নং আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যেই হবে ভোটের লড়াই।
এদিকে প্রতীক বরাদ্দের দিন বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক গ্রহণ করেন প্রার্থী মো. এটিএম শহীদুল ইসলাম।
প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, উম্মে কুলসুম, স্থানীয় সরকার উপ-পরিচালক, এসএম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমানসহ জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন রাজনৈতিক দলের সবাইকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচার প্রচারণা করতে আহ্বান জানান।
বান্দরবান ৩০০নং আসনে মোট ১৮২টি ভোট কেন্দ্রে, ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
এমএসএ/এমএসএ