ঝিনাইদহের সদর উপজেলার বাদপুকুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের পোস্টার টানানোকে কেন্দ্র করে নারী ইউপি সদস্যকে মারধর ও পোস্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আম্বিয়া খাতুন লাখি নামের ওই নারী ইউপি সদস্য। 

আম্বিয়া খাতুন লাখি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুর গ্রামের মৃত গোলাম রসুলের মেয়ে এবং সাগান্না ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

আম্বিয়া খাতুন লাখি জানান, রাত ৮টার দিকে বাদপুকুর গ্রামের আতিয়ারের দোকানের সামনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের ঈগল প্রতিকের পোস্টার টানাচ্ছিলেন তিনি। এসময় নৌকা প্রার্থীর সমর্থক সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবার ও সাবেক ইউপি সদস্য নোয়াব আলী তাকে বাধা দেন। 

এ সময় লাখি তাদের কথা না শুনলে শরিফুল, পিয়াস ও আশরাফুলসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, বাদপুকুর গ্রামে নারী ইউপি সদস্যকে মারধর বা স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়া বা পোড়ানো হয়েছে এমন কোনো সংবাদ এখনো পর্যন্ত পাইনি। তবে এমন কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। 

অন্যদিকে, ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার শাখারীদহ বাজারে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষ নৌকার সমর্থকরা এই হামলা চালান বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদার।

তিনি জানান, শাখারীদহ বাজারে রাত ৯টার দিকে তারা বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ নৌকার সমর্থকরা আকস্মিক হামলা চালিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করেন। অফিসের চেয়ার ও টেবিলও ভাঙচুর করা হয়। হামলায় শাখারীদহ গ্রামের মুকুল, শিখা মেম্বার ও কামরুল নামে তিনজন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় জানাননি তিনি।

আব্দুল্লাহ আল মামুন/কেএ