জাবের মিয়া

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাচারকালে ভিজিডির ৬২ বস্তা চালসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন।

পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক যুবক জাবের মিয়া উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে। 

ইউএনও মতিউর রহমান খান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জাবের মিয়া প্রতি বস্তায় ৫০ কেজি করে ৬২ বস্তায় ৩ হাজার ১০০ কেজি ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার ও আজমিরীগঞ্জ থানা পুলিশ।

মোহাম্মদ নূর উদ্দিন/এমএসআর