ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নাজির উদ্দীন (৩০) এবং রবিউল ইসলাম (২০)। নাজির উদ্দীন উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে এবং রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরঙ্গজেব। তিনি বলেন, মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়েন। এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে এবং নাজির উদ্দীনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

এসপি