স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় যোগ দিয়েছে জাতীয় পার্টি
দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে ট্রাক প্রতীকে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন করে ট্রাক প্রতীকের প্রচারণায় নেমেছেন তারা।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের সিনেমাহল রোডে ট্রাক প্রতীকের পোস্টার লিফলেট নিয়ে ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় তাদের। ওই সময় হ্যান্ড মাইকে প্রচারণা চালিয়ে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন জানিয়ে তার সঙ্গে জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। কারণ হিসেবে জানা গেছে, এ আসনটির জাতীয় পার্টি হতে আবু সালেক ও আব্দুর রহমানকে মনোনীত করায় প্রতীক বরাদ্দ স্থগিত রাখা হয়েছে। অপরদিকে দলটির প্রার্থী আবু সালেক দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতা ও প্রার্থিতা স্থগিত থাকায় ব্যক্তিগতভাবেই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারণায় নেমেছেন দলটির নেতাকর্মীরা।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবদারুল ইসলাস মুক্তা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোকলেছার রহমান লাবু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা ও কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়।
বিজ্ঞাপন
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবদারুল ইসলাস মুক্তা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক অসুস্থ থাকায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় আমরা পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন করছি। তাই ট্রাক প্রতীকে প্রচারণায় মাঠে নেমেছি। যেহেতু আমরা স্থানীয়ভাবে ও পরিচ্ছন্ন রাজনীতি করি। দীর্ঘদিন ধরে আমাদের এ পার্টি অপেক্ষায় ছিল। আজকেও অপেক্ষায় ছিলাম। তাই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে তার পক্ষে আমাদের নেতা ও কর্মীরা কাজ করবে। আজকে প্রথম প্রচারণা, আগামীকাল থেকে পর্যায়ক্রমে শহর থেকে শুরু করে গ্রামে আমরা ভোটারদের কাছে যাব। তিন উপজেলায় আমাদের এই প্রচারণা অব্যাহত থাকবে।
বিষয়টির ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়াম্যান ও পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আবু সালেক সাংবাদিকদের জানান, এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে দল থেকেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু কারণবশত প্রার্থিতা স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিয়ে আমি দুঃশ্চিন্তাতেও আছি। নির্বাচনে অংশ নিতে পারব কিনা। তবে যেকোনো সময় প্রার্থিতা ফিরে পেলে নির্বাচনে অংশ নেব। বেশ কিছুদিন ধরেই আমি শারীরিকভাবে অসুস্থ্য। অবশ্য দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি কাউকে সমর্থন করার। যারা সমর্থন করে প্রচারণা, গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ করেছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তারা কাকে ভোট দেবে সেটাও তাদের বিষয়।
এসকে দোয়েল/আরকে