কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল

কিশোরগঞ্জের ভৈরবে ধান মাড়াই কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া গ্রামবাসীর মাঝে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন, খালপাড়া এলাকার মৃত শেখ মুতালিব মিয়ার ছেলে মকবুল মিয়া (৪০) ও আবদুল খালেক মিয়ার ছেলে পাভেল মিয়া (২২)।

আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দিন ধরে গ্রামের শিকদারবাড়ির সঙ্গে শেখবাড়ির ঝগড়া লেগেই আছে। সকালে ধান মাড়াই নিয়ে খালপাড়া গ্রামের শিকদারবাড়ির মঞ্জু মেম্বারের সঙ্গে শেখবাড়ির লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে খালপাড়া এলাকার মৃত শেখ মুতালিব মিয়ার ছেলে মকবুল মিয়া ও আবদুল খালেক মিয়ার ছেলে পাভেল মিয়া নিহত এবং উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে রাসেল/এমএসআর