কুমিল্লার চান্দিনা উপজেলায় ১২শ টাকার জন্য রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে চান্দিনার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াস ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত রফিকুল ইসলাম চান্দিনার লতিফপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক। অভিযুক্ত খলিলুর রহমান (৩২) বরুড়া থানার আদমপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে। রফিকুল তার আপন ফুফাতো ভাই। 

চান্দিনার বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম ঢাকা পোস্টকে জানান, রফিকুলের কাছে ১২শ টাকা পেতেন খলিলুর। এই টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুলকে ছুরিকাঘাতে হত্যা করেন খলিলুর। স্থানীয়রা তাকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে খলিলুরকে আটক করে এবং রফিকুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, রফিকুলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত খলিলুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএআর